হাজীগঞ্জ

সাংসদ ও হাজীগঞ্জ পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ

স্বাধীনতার পর থেকে অপেক্ষায় সাধারণ মানুষ শুধু মাত্র ১৫ শ ফুট সংযোগ রাস্তার জন্য। বর্তমানে দুই অঞ্চলের মানুষের প্রাণের আকুতি হয়ে দাড়িয়েছে সংযোগ সড়কটি। যে কারনে প্রতিনিহিত হাজার হাজার পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে পড়ে।

বছরের পর বছর ধরে এ সীমাহীন দুর্ভোগ থেকে রক্ষা পেতে পৌর মেয়র আ স ম মাহাবুব উল আলম লিপনের সু-দৃষ্টি কামনা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৭নং পশ্চিম বড়কূল ইউনিয়নের পূর্ব নাটেহারা রাস্তার শেষ বিচ্ছিন্ন অংশ থেকে হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড রান্ধনীমূড়ার শেষ দক্ষিণ পশ্চিম অংশ পাটওয়ারী বাড়ী লিংক সড়ক পর্যন্ত দূরত্ব মাত্র ১৫শ ফুট। বর্ষার সময়ে এ টুকু পথ পাড়ি দিতে হয় নৌকা যোগে। গ্রীস্মকালীন সময়ে মানুষ হেটে চলাচল করছে, সেই সাথে রিক্সা,ও সাইকেল যাতায়াত করছে বিপদজনক ভাবে।

নাটেহারা,রামচন্দ্রপুরসহ দক্ষিণ অঞ্চলের হাজার হাজার মানুষ বহু বছর ধরে চলাচলের সংক্ষিপ্ত পথ হিসেবে এ পথটি ব্যবহার করে আসছে। এমনটি পাশ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার মানুষও এ পথটি দিয়ে হাজীগঞ্জ বাজারে চলাচলের জন্য এ পথটি বেচে নিয়েছে। সংযোগ সড়কটি না হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রুবেল ও শরিফ গাজী পথটি দিয়ে আসার সময় মতামত জানতে চাইলে বলেন, আমাদের এ রাস্তাটি যদি পৌর এলাকার সাথে লাগে তাহলে চলাচলে সহজ হতো। আমরা এ পথটির কারণে হেঁটে গিয়ে পাটওয়ারী বাড়ির সামনে থেকে অটোতে উঠতে হয়।

নাটেহারা গ্রামের ইউপি সদস্য বশির মিয়া চাঁদপুর টাইমসকে বলেন, ‘সড়কটি পূর্ণতা ফিরে পাবে যদি পৌরসভা বাকি কাজটি করে। এর জন্য আমাদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীসহ আমি প্রয়োজনে বর্তমান মেয়রের কাছে যাবো।’

অন্যান্য পথচারীর সাথে কথা বলে জানা যায় ‘এ টুকু রাস্তার জন্য তাদের খুব কষ্ট করে পারাপার হতে হয়। যে কারনে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে সড়কটি সম্পন্ন করতে কর্তৃপক্ষের যেন সহসায় নজর দেন।’

এ বিষয়ে সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু বলেন, ‘এ কাজটি আমার সময়ের অবশিষ্ট অংশ ছিল। এখানে একটা কালভাট করে তার পর নাটেহারা রাস্তার মাথা পর্যন্ত পাকা করার পরিকল্পনা ছির কিন্তু তা আর বাস্তবায়ন করা সম্পন্ন হয়ে উঠেনি।’

হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহাবুব-উল আলম লিপন বলেন, ‘বিষয়টি আমার নজরে এখনো আসেনি। তবে জনগনের পথ সুগোম হলে সেই দিক বিভেছনা করে আমি অগ্রদীকারের ভিক্তিতে কাজ করবো।’

এদিকে গত শনিবার হাজীগঞ্জ শাহারাস্তি নির্বাচনী এলাকার সাংসদ মেজর রফিকুল ইসলাম বীর উত্তম রামচন্দ্রপুর মাদ্রাসায় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় এ দুর্ভোগের কথা উঠে আসলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তারই প্রেক্ষেতি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সাংসদ বরাবর গত সোমবার একটি আবেদন পাঠিয়েছেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ১৩ পিএম, ০৮ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ

Share