Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / সাংসদের পক্ষে টানা ছয়দিন খাদ্য সামগ্রী বিতরণ
সাংসদের

সাংসদের পক্ষে টানা ছয়দিন খাদ্য সামগ্রী বিতরণ

হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের উদ্যোগে টানা ছয়দিন খাদ্য সামগ্রী বিতরণ করছেন দলীয় নেতা-কর্মীরা।

হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ৫ হাজার পরিবারকে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া শাহরাস্তি উপজেলায় ৪ হাজার পরিবারকে একইভাবে খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে। আগামীকাল দুই উপজেলার পৌরসভায় সাংসদের পক্ষে খাদ্য সহায়তা দেয়া হবে।

রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ও ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে ৬ শতাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ওই সময় টেলিকনফারেন্সে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বক্তৃতায় বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলতে হবে।

খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা উন্নয়ন কমিটির সমন্বয়ক আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম প্রধান সমন্বয়ক হাজী জসিম উদ্দিন, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, শহর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল আলম বেপারি, ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক এস এম মানিক, যুবলীগের আহবায়ক শ্যামল শীল, যুগ্ম-আহবায়ক আশরাফ মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির মাস্টার, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া প্রমুখ।

প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু,২৭ এপ্রিল ২০২০