Home / চাঁদপুর / ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিক সম্মেলন
সাংবাদিক

৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিক সম্মেলন

ফুটবল বিশ্বকাপে উপহার দেয়ার জন্য ৫০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্সের জাতীয় পতাকা তৈরি করছিলেন চাঁদপুরের রোজিনা আক্তার। পতাকা তৈরির অনুমোদন থাকলেও গত ৮ মাস আগে নির্মিত ৩২ কিলোমিটার দীর্ঘ পতাকা জব্দ করে পুলিশ। দীর্ঘ দিন হলেও এখনো তারা ফেরত পায়নি পতাকাটি। উল্টো স্থানীয় মেম্বার ও তার সহযোগীদের মামলা-হামলার শিকার হচ্ছে পরিবারটি।

২৭ জুন রোববার সকালে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ফ্রান্স প্রবাসী আলী নাজির মিজির স্ত্রী রোজিনা আক্তার এ অভিযোগ করেন।

তিনি জানান, দেশের সুমান বৃদ্ধির জন্য আমরা ফ্রান্স এবং বাংলাদেশের অনুমতিক্রমে ৫০ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরির উদ্যোগ নেয়া হয়। কিন্তু স্থানীয় মেম্বারকে চাদা না দেয়ায় গত বছরের অক্টোবর মাসে পতাকা কেটে ফেলেন। পরে পুলিশ গিয়ে সেলাই মেশিনসহ পতাকা জব্দ করে নিয়ে আসে। এখন পর্যন্ত তা ফেরত দেয়া হয়নি। তাই অবিলম্বে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণসহ পতাকা ফেরত দেয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, এএইচএম আহসান উল্লাহ বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান শোভনসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রতিবেদকঃ শরীফুল ইসলাম,২৭ জুন ২০২১