কচুয়ায় সাংবাদিক সাইফুল ইসলামের ভাই বজ্রপাতে মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় পনশাহী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে সোমবার রাত ৯টার দিকে আকস্মিক বজ্রপাতে আনোয়ার হোসেন (২৮) নামে এক জামাতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এসময় তার শ্যালক ফরহাদ হোসেন গুরুতর আহত হয়। নিহত আনোয়ার হোসেন একই উপজেলার মেঘদাইর গ্রামের ছাদেক আলী মিয়ার ছেলে ও দৈনিক আমার সংবাদের কচুয়া প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম সুমনের মেজো ভাই।

২৫ মে মঙ্গলবার সকাল ১০টার সময় মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি বাবা,মা,২ ভাই,২ বোন, স্ত্রী ও ২ বছরের একটি কন্যা সন্তানসহ বহুগুনগাহী রেখে গেছেন।

তার মরদেহ শ্বশুর এলাকার পনশাহী গ্রাম থেকে মেঘদাইর নিয়ে আসলে এলাকার শতশত মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে। বিশেষ করে তার পরিবার ও পরিজনের মধ্যে শোকের মাতম দেখা দেয়।

সকাল ১০টায় তার জানাযায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ একেএম রুহুল আমিন রুশদী,মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফা,সহকারী অধ্যাপক মাও. জাকির হোসেন,সহকারী শিক্ষক মাও. মোশারফ হোসেন ও মেঘদাইর আজিজিয়া জামে মসজিদের খতিব জিয়াউল হক খান প্রমুখ।

উপস্থিত সকল মানুষ যুবক আনোয়ার হোসেনকে শেষ চোখের জলে বিদায় দিলেন। পরে তাকে মেঘদাইর তাহেরীয়া মাদ্রাসার পাশে তার দাদার কবরের পাশে শায়িত করা হয়।

এদিকে কচুয়া প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম সুমনের মেজো ভাই আনোয়ার হোসেনের অকাল মৃত্যুজনিত কারণে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সহ-সাংগঠনিক মাসুদ রানা,কচুয়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জিসান আহমেদ নান্নুসহ সাংবাদিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু

Share