Home / চাঁদপুর / সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার নিন্দা ও মুক্তির দাবি
সাংবাদিক

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার নিন্দা ও মুক্তির দাবি

দেশের খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। একই সাথে একজন পেশাদার সাংবাদিককে হেনস্থা করার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

১৮ মে মঙ্গলবার এক বিবৃতিতে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে যেভাবে তাকে হেনস্থা ও অপদস্থ করা হয়েছে, তা নজিরবিহীন, বেআইনী, অমানবিক, ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

একই সাথে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি