Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সাংবাদিক ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষকী পালিত
সাংবাদিক

ফরিদগঞ্জে সাংবাদিক ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষকী পালিত

‘আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দিবো না ভুলিতে’ কবি নজরুলের অমর এ পঙ্কতি চাঁদপুরের যে ক’জন কৃতি সন্তানের বেলায় প্রযোজ্য সাংবাদিক ইকরাম চৌধুরী তাঁদের মাঝে অন্যতম।

৭ আগস্ট শনিবার বিকেলে ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষকী উপলক্ষ্যে ফরিদগঞ্জ প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানই যেন বলে দেয় প্রিয় সহকর্মীদের স্মৃতি থেকে বিস্মৃত হননি। শ্রদ্ধা,ভালোবাসায় তাঁকে স্মরণ করেছেন ফরিদগঞ্জের সংবাদকর্মীরা।

অনুষ্ঠানে ইকরাম চৌধুরীর জীবনের উপর আলোচনা করেন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিকতায় ইকরাম চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্রের নাম। সমৃদ্ধ এক পাঠশালার নাম। অকুতোভয় এক কলম যোদ্ধার নাম। প্রথম সরাসরি দৈনিক পত্রিকা চালু করে চাঁদপুরের সাংবাদিকতায় তিনি যে পথের সূচনা করেছেন, সে পথ ধরে চাঁদপুরের সাংবাদিকতা আজ ক্রম বিপ্লবের দিকে ধাবমান।

সংবাদ সংগ্রহে ইকরাম চৌধুরী যে একনিষ্ঠতা দেখিয়েছেন, তা আজ অনেকেরই চলার পাথেয়। সংবাদকর্মী তৈরীতে যে আদর্শ শিক্ষকের ভূমিকা তিনি রেখেছেন, সে শিক্ষাই তাঁকে সংবাদ জগতে আজো অমর করে রেখেছে। অভিভাবক হিসেবে যে দায়িত্বশীলতার পরিচয় তিনি দিয়েছেন যুগ যুগ ধরে তা সকলের প্রেরণা যোগাবে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ সংবাদকর্মী হিসেবে নিজেকে সঁপে দিতে পারলেই ইকরাম চৌধুরীর মত আমাদের সাংবাদিকতাও সার্থকতার ইতিহাস রচনা করবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহসভাপতি মো. মহিউদ্দিন, মশিউর রহমান, আমান উলাহ আমান, জাকির হোসেন সাইদ পাটওয়ারী, নির্বাহী সদস্য এস.এম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বেলাল, শিমুল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম ইকবাল, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, কোষাদক্ষ জাকির হোসেন সৈকত, আক্তার হোসেন, দপ্তর সম্পাদক লিটন কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, সাহিত্য সম্পাদক আবদুস সালাম, সদস্য জাহিদ হোসেন, কেএম হাসান, মনির হোসেন, মেহেদী হাসান, সহযোগী সদস্য আমান উল্যাহ খাঁন ফারাভী, মামুন হোসাইন, সাংবাদিক ফাহাদ হোসেন, ম্যাগাজিন হাউজ ফরিদগঞ্জ পরিচালক মাও. তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ফরিদগঞ্জ ওয়াবদা মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদিন ও খাদেম মো.ইলিয়াস হোসাইন।

আলোচনা সভা শেষে সাংবাদিক ইকরাম চৌধুরী ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানের শাশুড়ি হোসনেয়ারা বেগমের পরকালের জীবনের শান্তিকামনা এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক চাঁদপুর দর্পণ’র ফরিদগঞ্জ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামালের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ৭ আগস্ট ২০২১