সাংবাদিক সম্মাননা পেলেন বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবুকে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার ২০২৫-২০২৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা, সত্য প্রকাশে নির্ভীক অবস্থান এবং গণমাধ্যমের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মফিজুর রহমান খান বাবুকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
সম্মাননা গ্রহণকালে মফিজুর রহমান খান বাবু অনুভূতি প্রকাশ করে বলেন,“বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতো একটি পেশাদার ও ঐতিহ্যবাহী সংগঠনের কাছ থেকে এ সম্মাননা পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। সংগঠনের নেতৃবৃন্দ আমাকে যে মূল্যায়ন করেছেন, তা আমার সাংবাদিক জীবনের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই সম্মাননা আমাকে আরও সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার পথচলায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও চাঁদপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন একরাম সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৪ জানুয়ারি ২০২৫