প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানকে আদালতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ২টা ১ মিনিটে রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে করে শফিক রেহমানকে আদালতের উদ্দেশে নিয়ে যায় ডিবি পুলিশ।
এদিকে সকাল ৮টায় রাজধানী ইস্কাটনের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে আনা হয়। বেলা পৌনে ১১টার দিকে ডিএমপির ডিসি মিডিয়া মারুফ হোসেন সরদার জানান, তাকে আটক করে ডিবির কার্যালয়ে আনা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর অভিযোগে ২০১৫ সালে আগস্ট মাসে পল্টন থানায় দায়ের করা হয় মামলাটি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur