বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি, চাঁদপুরের কৃতি সন্তান সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর আত্মার মাগফেরাত কামনা করে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে বরেণ্য এ সাংবাদিক নেতাকে স্মরণ, শ্রদ্ধা ও দোয়ার মধ্যদিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর বর্ণাঢ্য জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিল মুসফিক, সহ অর্থ সম্পাদক রুহুল আমিন স্বপন, সদস্য জাকির হোসেন সৈকত ।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রুহুল আমিন গাজী শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদগঞ্জ প্রতিনিধি,২৬ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur