দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মির্জা জাকির হৃদরোগ ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থাবস্থায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকাস্থ ‘কচুক্ষেত হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে’ চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর আশু আরোগ্যের জন্যে তাঁর পরিবার, যুগান্তর পরিবার, চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর কণ্ঠ পরিবার সকলের নিকট আন্তরিকভাবে দোয়া চেয়েছে।
প্রসঙ্গত, মির্জা জাকির গত ২৬ নভেম্বর রোববার চাঁদপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ নভেম্বর ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যান। তারপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ৩ ডিসেম্বর তার এনজিওগ্রাম করা হয়।
এ সময় মস্তিষ্কে তার রক্তক্ষরণ তথা ব্রেন স্ট্রোক হয়। তারপর মঙ্গলবার (৫ ডিসেম্বর) তাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্রেন স্ট্রোকের জরুরি চিকিৎসার প্রয়োজনে ক্যান্টনমেন্টের উক্ত হাসপাতালে ভর্তি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur