চাঁদপুরে মতলবের সাংবাদিক মাহফুজ মল্লিকের নবজাত শিশু কন্যা একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে এবং সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক মাহফুজ মল্লিক।
তিনি জানান,গত ২৮ আগস্ট সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে থাকা তার সহধর্মিণী রোকেয়া বেগম ভর্তি হন।পরদিন মঙ্গলবার দুপুর ১২ টায় ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা হয় এবং একটি কন্যা সন্তান জন্ম নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জনের বরাত দিয়ে মাহফুজ মল্লিক বলেন,শিশুর খাদ্য নালীর সমস্যার কারনে তাকে দ্রুত অপারেশন করাতে হবে। বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালের শিশু সার্জন দীর্ঘ প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টায় সফলভাবে অপারেশনটি করেন।
পরবর্তীতে শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে এনআইসিইউতে ভর্তি রাখার পরামর্শ দেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউ বিভাগে ভ্যান্টিলেটর সাপোর্টসহ ব্যাড না পাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নারায়নগঞ্জের সিদ্ধেশ্বরী সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ মেডিকেল হাসপাতাল এন্ড কলেজের এনআইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্ট দেয়া হয়। শুক্রবার ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শিশুর অবস্থার কোন উন্নতি হয়নি। সর্বোচ চেষ্টা করা হচ্ছে। একমাত্র আল্লাহ তায়ালা যদি তাকে সুস্থ করে তোলতে পারেন।
অপরদিকে নবজাত শিশুর মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি সুস্থ রয়েছেন। এদিকে সাংবাদিক মাহফুজ মল্লিকের স্ত্রী ও নবজাত শিশুর চিকিৎসার সাবর্ক্ষনিক খোজ খবর নিয়েছেন এবং দোয়া করেছেন মতলব উত্তর, দক্ষিণ ও চাঁদপুরের সহকর্মী সাংবাদিকরা।এছাড়া মতলব বাজার শাহী জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী।
স্টাফ করেসপন্ডেট, ১ সেপ্টেম্বর ২০২৩