চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর প্রবাহের সাবেক সম্পাদক, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
২০২০ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
ওইদিন তালতলাস্থ তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। চাঁদপুর প্রেসক্লাব ও তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দুই দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুর পূর্বে তিনি ডায়াবেটিক, হৃদরোগ, লিভারসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ জোহর (দুপুর ২টা) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে (তৃতীয়তলায়) মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যসহ চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur