বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা রুহুল আমিন গাজীর অপারেশন সফলভাবে শেষ হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তার কিডনি অপারেশন করা হয়। বর্তমানে তাকে কেবিনে রাখা হয়েছে। সুস্থতা কামনায় তিনি সবার দোয়া কামনা করেছেন।
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার সকালে অপারেশনের পর তাকে অবজারভেশনে রাখা হয়েছিল। সেখান থেকে গতকাল তাকে কেবিনে নেয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ। পরিবারের সদস্যদের সাথে কথাও বলছেন। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
সাংবাদিকদের অধিকার আদায়ে সদা সংগ্রামী নেতা রুহুল আমিন গাজীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আব্দুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর টাইমস প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এক বিবৃতিতে তাঁরা এ নেতার জন্য সংগঠনের সদস্যসহ সব পেশাজীবী ও তার শুভাকাক্সিদের দোয়া করার আহ্বান জানিয়েছেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৩: ৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ