তথ্য প্রযুক্তি

শাহজাদপুরে সাংবাদিক নিহতের ঘটনায় তথ্যমন্ত্রীর নিন্দা

শাহজাদপুরে সাংবাদিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সংঘর্ষে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে একটি অনুষ্ঠানে নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আমি সাংবাদিক হত্যার তীব্র নিন্দা করছি এবং তার আত্মার মাগফেরাত করছি। সাংবাদিক হত্যায় জড়িত ব্যক্তি যেই হোক না কেনো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহবাগের ঘটনারও তদন্ত করছে সরকার। সাংবাদিকদের বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর যতœবান ও ধৈর্যশীল হওয়া বাঞ্ছনীয় বলে তিনি মন্তব্য করেন।

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ০৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
এজি/এইউ

Share