Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন
সাংবাদিক

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্মুখে শাহরাস্তি প্রেসক্লাব এই মানববন্ধন করে।

মানব বন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশের চতুর্থ স্তম্ভ এটি। কিন্তু স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যখন যে দলই ক্ষমতায় ছিল, তারাই সাংবাদিকদের উপর খড়গ চালিয়েছেন। ক্ষমতার বাইরে বা বিরোধী দলে থাকাকালে সাংবাদিকের কদর দেখালেও ক্ষমতার স্বাদ পেয়েই সাংবাদিকের টুঁটি চেপে ধরেছে।এ ভাবে আর চলতে দেওয়া যায়না। এক রিপোর্টে দেখা গেছে সাংবাদিকের উপর হামলা করলে এক থেকে ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে। আমরা তা মানি না।

এর পরিবর্তে যাবত জীবন কারাদন্ডের বিধান করার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। ফ্যাসিষ্ট সরকারের আমলের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর – রুনি হত্যাকান্ড সহ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ যাবত কালে নির্যাতিত, হত্যার স্বীকার সকল সাংবাদিক নির্যাতনকারী ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল,কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, উপস্থিত ছিলেন সহ সভাপতি স্বজল পাল,সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সদস্য জসিম উদ্দিন, হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, আবু মুসা আল শিহাব, বিএম নয়ন, ফয়সাল আহমেদ, রকি চন্দ্র সাহা, ফিরোজ ব্যাপারী, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহবুব আলম, আকতার হোসেন শিহাব প্রমুখ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন/ ১২ আগস্ট ২০২৫