সাংবাদিক জাকির হোসাইনের মৃত্যুতে এমপির শোক

শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক চাঁদপুর  প্রতিদিনের শাহরাস্তির নিজস্ব প্রতিবেদক সাংবাদিক জাকির হোসাইন খাঁনের (৫৪) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

এক শোক বার্তায় তিনি সাংবাদিক জাকির হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত  পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত,৫ এপ্রিল মঙ্গলবার রাত ৮ টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক জাকির হোসেন খাঁন বিগত দুমাস ধরে অসুস্থ থাকলে পরিবারের সদস্যরা প্রথমে কুমিল্লায় পরে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। এক প্রর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর লিভার সিরোসিস বলে জানান।

প্রতিবেদক:মো. জামাল হোসেন, ৬ এপ্রিল ২০২২

Share