দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক ও দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক কে এম মাসুদের পিতা মরহুম মো. নিজান উদ্দিন খানের (চেহলাম) রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুম্মা রেলওয়ে শ্রমিক কলোনি জমে মসজিদ ও রেলওয়ে ক্লাব রোডস্থ নিজ বাসভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার রেলওয়ে শ্রমিক কলোনি জমে মসজিদের খতিব মাওলানা মুফতি মোশারফ হোসেন।
মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এ এইচ এম আহছান উল্লাহ, সাবেক সভাপতি শাহদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, দৈনিক চাঁদপুর সময় ও দৈনিক মতলবের আলো পত্রিকার সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আলী আহমেদ সরকার, চাঁদপুর সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্রের আহবায়ক শরীফ চৌধুরী, অনন্যা নাট্য গোষ্ঠীর সভাপতি শহিদ পাটওয়ারী, চাঁদপুর ড্রামার সভাপতি মুরাদ হোসেন খান, সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, মজিবুর রহমান দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা মাল, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম, স্বরলিপি নাট্যদলের সভাপতি এম আর ইসলাম বাবু, পৌর যুরদল নেতা জিয়া প্রধানিয়া, মরহুমের ছোট ছেলে প্রবাসী কে এম মাসুম, ভাগিনা জীবন হাসান, হৃদয়, চাঁদপুর ড্রামার সাংগঠনিক সম্পাদক রোটা. রফিকুল ইসলাম, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু, সদস্য মুহাম্মদ আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত, মো. নিজাম উদ্দিন খান (৭১) গত (২৬ নভেম্বর ২০২৫) রাত ১১টা ৪৫ মিনিটে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্টাফ করেসপন্ডেট/
৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur