স্থানীয় দৈনিকের সাংবাদিক ও নারায়নপুর ডিগ্রি কলেজের সহকারী গ্রন্থাগারিক আরিফ বিল্লাহর মাতা জাহানারা বেগম ওরফে আনোয়ারা সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় ঘিলাতলী গ্রামের মোল্লা বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না… রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর, তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা বাদ জোহর ঘিলাতলী ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ ঘিলাতলী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, ঘিলাতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাসারসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক আরিফ বিল্লার মাতা জাহানারা বেগম আনোয়ারার মৃত্যুতে মতলব প্রেসক্লাব ও মতলব দক্ষিণ প্রেসক্লাব নারায়াণপুর প্রেসক্লাব আলাদা বার্তায় শোক জানিয়েছেন।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur