সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের শুভেচছা বিনিময়

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতলব দক্ষিণ উপজেলার একঝাঁক গতিশীল সাংবাদিকদের নিয়ে গঠিত সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের ফুলেল শুভেচছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ জানুয়ারি) সাড়ে আটটায় চাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে ২০২৬ সালের নব নির্বাচিত কমিটির সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়াপারসন গোলাম সারওয়ার সেলিম ও মহাসচিব মাহফুজ মল্লিকের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সাংবাদিকদের ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ থাকলেই যেকোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নিউজ করা সম্ভব।তিনি আরে বলেন,সাংবাদিকতা মানেই ঝুঁকি। ন্যায় ও সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ করলে কোন অপশক্তি সাংবাদিকদের ক্ষতি করতে পারবে না। আপনারা আপনাদের সংগঠন ও লিখনের মাধ্যমে এগিয়ে যাবেন।চাঁদপুর প্রেসক্লাব আপনাদের পাশে আছে এবং থাকবে।

সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও মহাসচিব মাহফুজ মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন,নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ লতিফ।

এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম প্রধান, সাইয়্যেদুল আরেফিন শ্যামল।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের সদস্য শ্যামল চন্দ্র দাস, লোকমান হোসেন হাবীব, ডিএম আলাউদ্দিন, রবিউল আলম, সাইফুল ইসলাম সবুজ,মিজানুর রহমান,সফিকুল ইসলাম রিকু।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১১ জানুয়ারি ২০২৬