Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সাংবাদিকের ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার
সাংবাদিকের

ফরিদগঞ্জে সাংবাদিকের ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাব’র যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ’র ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। পুলিশের সফলতায় এটি একটি মাইলফলক এবং দৃষ্টান্ত। ঘটনার প্রায় তিন মাসের মাথায় ছিনতানকৃত ল্যাপটপটি উদ্ধার করা হয়।

৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে থানা চত্বরে এক প্রেস কনফারেন্স- এর মাধ্যমে এই তথ্য প্রধান করেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সোহেল মাহমুদ।
গত ৩১ মে সোমবার রাত ৯টায় সাংবাদিক ও লেখক নূরুল ইসলাম ফরহাদ বাড়ি ফেরার পথে পৌর এলাকার কামিনি ডাক্তারের ব্রিজের উপর একটি প্রাইভেটকার নিয়ে ৩ জন ছিনতাইকারী তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরদিন নূরুল ইসলাম ফরহাদ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার চাঙ্গির গাঁও গ্রামের শেফালী বেগম ও নুসরাত জাহান ফারিসাকে আটক করে।

তাদেরকে জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তারা জানায়, পার্শ্ববর্তী বাড়ির মুক্তিযোদ্ধা হাজী শামসুন নূর পাটোয়ারীর ছেলে মো. রফিকুল ইসলাম রবিন (২৭) এর কাছ থেকে মোবাইলটি ক্রয় করতে ডিভাইস চেকিং করার কথা জানায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বাহার মিয়া তাৎক্ষণিক ভাবে আসামী রবিনকে গ্রেফতারের চেষ্টায় অভিযান পরিচালনা করতে গিয়ে জানতে পারেন রামগঞ্জ থানায় একটি ডাকাতি মামলায় ইতিমধ্যে রামগঞ্জ থানা পুলিশ রবিন ও তার ৪ জন সহযোগীকে লক্ষিপুর জেল হাজতে প্রেরণ করেছে।

পরে তিনি বিজ্ঞ আদালতে অত্র মামলায় আসামীদের শোন আটক দেখিয়ে রিমান্ড আবেদন করেন। আদালত আসামীদের ৩ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করলে ২ সেপ্টম্বর বৃহস্পতিবার আসামীদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে রবিনের স্বীকারোক্তি অনুযায়ী লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার চাঙ্গির গাও এলাকা থেকে তাজুল ইসলামের ছেলে ফাহিম (১৯) কে ল্যাপটপসহ আটক করে। একই সাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকার ঢাকা মেট্রো-ন ১১-২৩৪৪ গাড়ীটিও উদ্ধার করে পুলিশ।

এ সময় প্রেস কনফারেন্সএ উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, মামলার তদন্ত কারী কর্মকর্তা ওসি তদন্ত মোঃ বাহার মিয়া ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো.কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনসহ সাংবাদিক বৃন্দ।

প্রতিবেদকঃ শিমুল হাছান