প্রেম কিংবা বিয়ের ক্ষেত্রে যেসব পেশাজীবী এখনও অপছন্দের তালিকায় আছেন, সাংবাদিকরা তাদের মধ্যে অন্যতম।
অফিসটাইম কিংবা ডিউটির ধরাবাঁধা সময় নেই, অনেক ক্ষেত্রে বেতন-বোনাসের অনিশ্চয়তা, হুটহাটই হয়তো চলে যেতে পারে সাধের চাকরিটাও। এতসব অনিশ্চয়তার পরেও একজন সাংবাদিককে ভালোবাসলে লাভবান হবেন আপনিই-
আপনি জানেন তিনি একজন পরিশ্রমী মানুষ। তার টিকে থাকার মূলধনই বিশুদ্ধ শ্রম। এখানে ভালোবাসা নিখাঁদ।
কম্পিটিটিভ পরীক্ষার আগে প্রেম করতে করতেই জার্নালিস্ট পার্টনারের কাছ থেকে জেনে নিন কারেন্ট অ্যাফেয়ার্স। জয় আপনার হবেই।
ট্রেন বা প্লেনের টিকিট নিয়ে চিন্তা নেই। আপনার পার্টনার সাংবাদিক হলে সে সব হাতের মুঠোয় যখন ইচ্ছে।
দিনের পরে দিন দেখা নেই। হঠাৎ টিভির স্ক্রিনে অথবা রেডিওর গভীর থেকে অথবা সংবাদপত্রের প্রথম পাতায় তিনি উপস্থিত। বিরহ কেন ভালো লাগে বুঝবেন।
আপনি জানেন তিনি পরিশ্রমী মানুষ। তার পরিচিতির মূলেই রয়েছে তার কঠোর শ্রমের কাহিনি। সঙ্গে থাকুন। লাভবান হবেন আপনিই।
তবে আর দেরি কেন, যদি আপনি একা থাকেন আর যোগ্য কোনো সঙ্গী খুঁজে থাকেন তবে সাংবাদিক কাউকেই বেছে নিন। আর চুটিয়ে প্রেম করুন!