Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই
সাংবাদিকের

ফরিদগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই

চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদকে মারধর করে মোবাইল, ল্যাপটপ ও মানিব্যাগ ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

৩১ মে সোমবার রাত ৯ টার দিকে সময় বাড়িতে যাওয়ার পথে উপজেলার পৌর এলাকার কামিন ডাক্তারের ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

জানা যায়, সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ প্রতিদিনের মত এই সময়েই মোটরসাইকেল দিয়ে বাড়ী যাচ্ছিলেন, পথিমধ্যে কামিন ডাক্তারের ব্রিজের বিপরিত দিক থেকে একটি প্রাইভেটকার এসে বাধা প্রদান করে এবং দুজন লোক গাড়ি থেকে বের হয়ে কিলঘুষি মেরে পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল ও কাঁদে থাকা ল্যাপটপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এই বিষয়ে সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ ঐ রাতেই ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এই বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনাটি শুনা মাত্রই আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং তাৎক্ষনিক পার্শ্ববর্তী থানা গুলোতে বিষয়টি জানিয়েছি। আমরা ছিনতাই কারিদেকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

প্রতিবেদক:শিমুল হাছান,১ জুন ২০২১