‘অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে সম্পন্ন হলো চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতা পুরস্কার- ২০২৪’ পুরস্কার প্রদান অনুষ্ঠান। ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত এর সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
এসময় প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন বলেন, এসক সময় আমরা সংবাদপত্রের লেখা পড়ার জন্য অপেক্ষা করতাম। এবিএম মোছার লেখা পড়ার জন্য এক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম। কিন্তু এখন কোন লেখকের লেখা পড়ার জন্য কেউ আগ্রহ দেখায় না। তবে এখনও সেই গুণি সাংবাদিক রয়েছে। অনেক ভালো লিখেন তার পরও আপনি পড়েন না। আগে লেখার প্রতি ভরসা ছিলো আস্থা ছিলো। তারা হৃদয় দিয়ে লিখতেন। কিন্তু এখন আগে সাংবাদিকরা লিখতেন আত্মা দিয়ে হৃদয় দিয়ে। কিন্তু এখন সাংবাদিকরা কমেন্ট এবং লাইক কতো বেশি পাওয়ার জন্য লিখেন। । তবে এখনও সেই গুণি সাংবাদিক রয়েছে। ভালো লিখেন অনেকে। সেইসব লিখা আমাদেরকে পড়তে হবে।
একসময় বলা হতো সৈরাচার। এখন ফ্যাসিবাদ বলা হচ্ছে। ফ্যাসিবাদ কোন ব্যাক্তি নয়। ফ্যাসিবাদ হলো একটা সিস্টেম, একটি ফিলোসফি। একজন ব্যাক্তি যখন খারাপ হয় তখন সে সৈরাচার হয় তাকে বলা হয় নির্যাতনকারী। আর যখন পুরো সিস্টেমটাই খারাপ হয়ে যায় তখন সেটাকে বলে ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ কারা তৈরী করে? ফ্যাসিবাদ তৈরী এক নম্বর নেয়ামক হচ্ছে সাংবাদিকরা। কারণ তারা সত্যটা লিখে না। যদি সত্যটা লিখতো তাহলে ফ্যাসিবাদ যখন থেকে শুরু হতো তাহলে সেখানেই বন্ধ হয়ে যেতো।
তিনি আরো বলেন, যারা এবার পুরস্কার পাননি তরাও পুরস্কার পাওয়ার যোগ্য। অনুসন্ধানী সাংবাদিকতা এই পুরস্কার প্রদান শুধু তাদের জন্যই নয় আমি মনেককরি সকলেই পুরস্কার পাওয়ার যোগ্য।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় নির্বাচিত ছয়জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেওয়ার পূর্বে পুরস্কার প্রাপ্ত সাংবাদিকদের জীবনী তুলে ধরেন ক্ষুদে শিক্ষার্থীরা। তার পর একে একে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কারে পুরস্কৃত হলেন স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত তালহা জুবায়ের, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত এম ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চাঁদপুরের খ্যাতিমান শিল্পীগোষ্ঠির সদস্যরা। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিশিষ্টজন ও সুধীজন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, ১০ জানুয়ারি ২০২৪