Home / চাঁদপুর / চাঁদপুরে পাওয়ার সেলের মহাপরিচালকে সাথে সাংবাদিকদের মতবিনিময়
চাঁদপুরে পাওয়ার সেলের মহাপরিচালকে সাথে সাংবাদিকদের মতবিনিময়

চাঁদপুরে পাওয়ার সেলের মহাপরিচালকে সাথে সাংবাদিকদের মতবিনিময়

পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের সাথে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ জি এম শাহীনের সঞ্চালনায় পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, আমি সরকারের একজন বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিতে চাই। সে জন্যে আমি সময় পেলে আমার নিজ এলাকার মানুষের উন্নয়নের জন্যে ছুটে আসি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে যে পরিমান বিদ্যুৎ উৎপাদন হতো, গত ৮ বছরে তার চাইতে এখন দিগুন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গত ৮ বছরে জনসংখ্যা ও গ্রাহক সংখ্যাও বেড়েছে। তাই এই বিশাল বিদ্যুতের চাহিদা পূরণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সরকারের একজন বেতনভূক্ত কর্মকর্তা হিসেবে বিদ্যুত উন্নয়নের জন্যে সবসময় নিজকে নিয়োজিত রাখি।

প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আরো বলেন, সাংবাদিকদের সাথে আমার সব সময় খবু ভালো সম্পর্ক রয়েছে। আমার নিজ এলাকার হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার মানুষের সেবা ব্যাপক ভাবে করার জন্যে আগামি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। সে আলোকে আমি জনগণের পাশে দাঁড়াচ্ছি।

তিনি বলেন, বিগত দিনেও আমি জনগণের পাশে ছিলাম এবং আগামি দিনেও আমি তাদের পাশে থাকতে চাই। আমি দলকে ভালোবাসে আমার নিজ এলাকার মনোনয়ন প্রত্যাশা করছি। সকলের আন্তরিক ভালোবাসা নিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নত দেশ গড়তে কাজ করতে চাই।

এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মো. মাকসুদুল আলম, বি এম হান্নান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট চাঁদপুরে জেলা শাখার সভাপতি এম এ লতিফ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চাঁদপুর প্রতিনিধি প্রার্থনাথ চক্রবর্তী, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাম, যুগান্তরের প্রতিনিধি মির্জা জাকির, এ এইচ এম আহসান উল্লাহসহ জাতীয় গণমাধ্যম, স্থানীয় পত্রিকার সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
: : আপডেট, বাংলাদেশ ০৯ : ৩৩ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০১৭ শুক্রবার
এইউ

Leave a Reply