স্টাফ করেসপন্ডেন্ট :
জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেছেন, যেখানে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, যেখানে মূল্যবোধের অবক্ষয়, সেখানেই সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে প্রতিবাদ করবে এমনটাই আমাদের প্রত্যাশা। অথচ সেই সাংবাদিকদের এক গোষ্ঠী জাতীয় প্রেসক্লাব দখল করে বসে আছে।
রোববার সকালে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
তাহজীব আলম বলেন, আগে হতো ভূমি দখল, ক্যাম্পাস দখল, ভোটের বুথ দখল, বাজার দখল। কিন্তু এখন জাতির বিবেক দখল করা হচ্ছে।
তিনি বলেন, জাতি গঠনের ক্রান্তিলগ্নে ৬০ দশকেও আমরা তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং শহীদ সিরাজুদ্দীন হোসেন মতো সাংবাদিকদের, জাতির পথ প্রদর্শক বা আলোর দিশারী হিসেবে পেয়েছি। কিন্তু মর্মাহত চিত্তে প্রেসক্লাবে গিয়ে আমি জানতে পারলাম সাংবাদিকদের মধ্যে দলাদলির খেলা চলছে।
আপডেট: বাংলাদেশ সময় ০৪:১৫ অপরাহ্ন, ২১ জুন ২০১৫, রোববার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।