হাজীগঞ্জে সাংবাদিকদের উপদেষ্টা হলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন ও হেলাল উদ্দিন মিয়াজী

চাঁদপুরের হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, হাজীগঞ্জের কৃতি সন্তান ইঞ্জি. মোহাম্মদ হোসাইন এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।

৫ জানুয়ারি শনিবার দুপুরে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্ব-সম্মতিক্রমে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন ও আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীকে উপদেষ্টা হিসাবে মনোনিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল।

সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় এদিন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালিন সময় থেকে ব্যক্তি পর্যায়ে আর্থিক সহযোগিতাসহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৭ ফেব্রুয়ারি ২০২২

Share