তথ্যপ্রযুক্তি ডেস্ক :
অ্যাক্রিডিটেশন ফরম সংগ্রহের জন্য সাংবাদিকদের আর তথ্য অধিদফতরে (পিআইডি) যেতে হবে না। আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে ফরম ডাউনলোড করেই অ্যাক্রিডিটেশনের আবেদন করা যাবে।
এক্ষেত্রে শুধু অনলাইনে অ্যাক্রিডিটেশন ফরম সংগ্রহের কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনলাইনে ফরম জমা দেওয়ার সুবিধাও খুব শিগগিরই চালু হবে বলে জানানো হয়েছে।
ফরম জমা দেওয়ার পর অ্যাক্রিডিটেশন কার্ড ডেলিভারির বিষয়টি জানিয়ে দেওয়া হবে মোবাইল মেসেজের (এসএমএস) মাধ্যমে।
বুধবার ( ১১ মার্চ ) বিকেলে সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বর্তমানে প্রচলিত ফরমে আবেদন করা যাবে। এরপর পুরনো ফরমে আর আবেদন গ্রহণ করা হবে না।
বিবরণীতে বলা হয়, ফরম সংগ্রহ করার জন্য তথ্য অধিদফতরের নতুন ওয়েব অ্যাড্রেস www.pressinform.portal.gov.bd এ গিয়ে ‘অ্যাক্রিডিটেশন আবেদন’ মেনুতে প্রবেশ করতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই অ্যাক্রিডিটেশন ফরম পাওয়া যাবে।
বাংলাদেশি সাংবাদিকদের বাংলা ভার্সনে দেওয়া ফরমটি পূরণ করতে হবে। কেবল ঢাকায় কর্মরত বিদেশী সাংবাদিকদের ইংরেজি ভার্সনটি পূরণ করতে হবে।
বিবরণীতে আরও উল্লেখ করা হয়, অনলাইনে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে তিন কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ তথ্য অধিদফতরের প্রটোকল শাখায় জমা দিতে হবে।
ফরমটি যাচাই-বাছাই করে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা যাবে কিনা অথবা কতদিনের মধ্যে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া যাবে তার আপডেট সংশ্লিষ্ট আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫