Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন কচুয়ার পিআইও রাকিবুল ইসলাম
সাংগঠনিক

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন কচুয়ার পিআইও রাকিবুল ইসলাম

বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো: রাকিবুল ইসলাম।

শনিবার ৮ বিভাগের বিভিন্ন উপজেলার কর্মকর্তাদের নিয়ে গঠিত এ নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে ৪৮৭ জন ভোটারেরর মধ্যে ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে তিনি ২৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দী দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো: আরিফুল ইসলাম পেয়েছেন ১৩১ ভোট। পাবনা জেলার কৃতি সন্তান মোঃ রাকিবুল ইসলাম কেন্দ্রীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সাংগঠনিক সম্পাদক ছাড়াও তিনি কচুয়ার বৃহত্তম ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

এক প্রতিক্রিয়ায় মো: রাকিবুল ইসলাম বলেন, বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক পদে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি সকল ভোটার সকল সম্মানিত ভোটারদের আন্তরিকত কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ নভেম্বর ২০২৫