মহান বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। বিগত বছরের কর্মসূচি বহাল থাকবে।
এ ব্যাপারে গঠিত বিভিন্ন উপ-কমিটি কাজ করবে। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে দেশের জনগণের জন্য। জনগণ না থাকলে সে দিন যুদ্ধ হতো না। যারা বিজয় মেলার সাথে জড়িত তারা সিদ্ধান্ত নিয়ে বিজয় মেলা করবেন। মুক্তিযুদ্ধের বিজয় মেলা সংশ্লিষ্ট সব বিষয়ে সিদ্ধান্ত ও কোথায় মেলা হবে তা বিজয় মেলা কমিটি সিদ্ধান্ত দিবে। আমরা তার সাথে থাকবো। মেলা পরিস্থিতি যদি ভিন্ন দিকে প্রবাহিত হয় তখন জেলা প্রশাসন দেখবে। বিজয় দিবস বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা চাই।
তিনি বলেন, রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে। মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। তাঁদের সম্মান যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকে সকলের বিশেষ লক্ষ্য রাখতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান করা হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের বিজয় দিবসে সম্মাননা দেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সিনিয়র এএসপি (চাঁদপুর সদর সার্কেল) মোঃ আফজাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, জেলা স্কাউট কমিশনার অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি.এম শাহীন প্রেসক্লাবে সাবেক সভাপতি বি.এম হান্নান, শাহ মোঃ মাকসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, রহিম বাদশা, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ।
এসময় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাবেক সহ-সভাপতি আবুল কালাম পাটওয়ারী, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোশতাক হায়দার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পটোয়ারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ হাফিজ খান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী।
এছাড়াও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ৭ : ০৩ পিএম, ৯ নভেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ