Home / সারাদেশ / তারল্য সংকটে থাকা ৬ ব্যাংককে ১ হাজার ৬৪০ কোটি টাকা সহায়তা
bb

তারল্য সংকটে থাকা ৬ ব্যাংককে ১ হাজার ৬৪০ কোটি টাকা সহায়তা

তারল্য সংকটে জর্জরিত আর্থিকভাবে দুর্বল ছয়টি ব্যাংককে ১ হাজার ৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে তিনটি সবল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়,দেশের দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট দূর করে তাদের কার্যক্রমে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এ সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩৭৫ কোটি,সোশ্যাল ইসলামী ব্যাংক ৩শ কোটি,ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি,গ্লোবাল ইসলামী ব্যাংক ৯৫ কোটি,ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩২০ কোটি ও এক্সিম ব্যাংক পিএলসি ৪শ কোটি টাকা পেয়েছে।

দুর্বল ব্যাংকগুলোকে সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ঋণের বিধান নিয়ে আলোচনার জন্য ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১০টি শক্তিশালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ব্যাংকগুলো হলো : সোনালী ব্যাংক,ব্র্যাক ব্যাংক,ইস্টার্ন ব্যাংক,সিটি ব্যাংক,শাহজালাল ইসলামী ব্যাংক,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,পূবালী ব্যাংক,ঢাকা ব্যাংক,ডাচ-বাংলা ব্যাংক ও ব্যাংক এশিয়া।

সভায় সিদ্ধান্ত হয়,চাহিদা সাপেক্ষে তিন দিনের মধ্যে শক্তিশালী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণের অর্থ ফেরত দাবি করতে পারবে। বিদ্যমান বাজার দরের ওপর ভিত্তি করে এসব ঋণের সুদের হার নির্ধারণ করা হবে।

এসব পদক্ষেপ আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।

চাঁদপুর টাইমস রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪
এজি