শিক্ষাঙ্গন

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৭ জুন

স্টাফ করেসপন্ডেন্ট :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত নড়াইল, মেহেরপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও ফেনী জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী চাঁদপুর টাইমসকে এ তথ্য জানান।

এ পাঁচ জেলায় ৩১ হাজারের মতো পরীক্ষার্থী রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) সহায়তায় ডিজিটালাইজ পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন করে এ পরীক্ষা নেওয়া হবে। ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তা কেন্দ্রে পাঠানো হবে। এত দিন বিজি প্রেসে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষার কয়েক দিন আগেই তা পাঠানো হতো।’

‘এখন আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরীক্ষার দিন মন্ত্রণালয় থেকে প্রশ্ন সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ের পাঠানো হবে। পাসওয়ার্ডের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় তা গ্রহণ করে তারপর পরীক্ষার কিছু সময়ে আগে প্রিন্ট করা হবে। তারপরই সেই প্রশ্নপত্র কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পর্যায়েই থাকবে কঠোর নিরাপত্তা’ বলেন অতিরিক্ত সচিব।

সন্তোষ কুমার বলেন, ‘প্রাথমিকভাবে দেশের পাঁচটি জেলায় এই প্রদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পর পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এই পরীক্ষা পদ্ধতি চালু করা হবে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য গত ডিসেম্বর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে।

সোমবার, ১৫ জুন ২০১৫     ০৭:৫৭ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share