সহকারী অধ্যাপক হলেন ডা. মুহাম্মদ আসিফ ইকবাল

চিকিৎসা শিক্ষা ও সেবাক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন ডা. মুহাম্মদ আসিফ ইকবাল। গত ৯ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এ পদোন্নতি অর্জন করেন।
ডা. মুহাম্মদ আসিফ ইকবাল ২০০৭ সালে রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১০ সালের ১ ডিসেম্বর চাঁদপুর ২৫০ শয্যা সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। সেখানে তিনি টানা ২০১৫ সাল পর্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে যোগদান করে চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনের ধারাবাহিকতায় ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি পুনরায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আরপি (রেসিডেন্ট ফিজিশিয়ান) হিসেবে যোগদান করেন।

চিকিৎসা ক্ষেত্রে উচ্চতর যোগ্যতা অর্জনের লক্ষ্যে তিনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) (সাবেক পিজি হাসপাতাল) থেকে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি সম্পন্ন করেন, যা তার পেশাগত দক্ষতাকে আরও সুদৃঢ় করেছে।

ডা. আসিফ ইকবাল চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. শাহআলম পাটওয়ারীর সন্তান। তার পিতা একজন সরকারি চাকরিজীবী ছিলেন।

সহকারী অধ্যাপক পদে তার এই পদোন্নতিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও চাঁদপুরের চিকিৎসা মহল তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে তার সাফল্য কামনা করেছেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৩ ডিসেম্বর ২০২৫