কচুয়ায় সস্তা আনন্দ বাজার মেলার উদ্বোধন
কচুয়া মিয়ার বাজার সংলগ্ন বালুর মাঠে মাস ব্যাপী সস্তা আনন্দমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় অধিবাসীদের বিভিন্ন পন্য ক্রয় ও শিশু কিশোরদের বিনোদন দেয়ার লক্ষ্যে এ মেলা উদ্বোধন করা হয়েছে। মেলাটি আগামী ১১ অক্টোবর পর্যন্ত এ স্থানে চলবে বলে মেলা আয়োজক কমিটি জানিয়েছেন।
সস্তা আনন্দ মেলার আয়োজক কমিটির সদস্য মো. মোজাফফর হোসেন জানান, স্বল্প সময়ে হাতের নাগালে বিভিন্ন পন্য ও শিশুদের বিনোদন দেয়ার জন্য এ সস্তা আনন্দ বাজার মেলাটির আয়োজন। পুরো মাস ব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সু-শৃঙ্খল পরিবেশে মেলায় দর্শনার্থীরা এসে কেনাকাটা ও আনন্দ-উৎসবে অংশগ্রহন করতে আহবান জানিয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ সেপ্টেম্বর ২০২৫