Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সস্তা আনন্দ বাজার মেলার উদ্বোধন
আনন্দ

কচুয়ায় সস্তা আনন্দ বাজার মেলার উদ্বোধন

কচুয়া মিয়ার বাজার সংলগ্ন বালুর মাঠে মাস ব্যাপী সস্তা আনন্দমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় অধিবাসীদের বিভিন্ন পন্য ক্রয় ও শিশু কিশোরদের বিনোদন দেয়ার লক্ষ্যে এ মেলা উদ্বোধন করা হয়েছে। মেলাটি আগামী ১১ অক্টোবর পর্যন্ত এ স্থানে চলবে বলে মেলা আয়োজক কমিটি জানিয়েছেন।

সস্তা আনন্দ মেলার আয়োজক কমিটির সদস্য মো. মোজাফফর হোসেন জানান, স্বল্প সময়ে হাতের নাগালে বিভিন্ন পন্য ও শিশুদের বিনোদন দেয়ার জন্য এ সস্তা আনন্দ বাজার মেলাটির আয়োজন। পুরো মাস ব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সু-শৃঙ্খল পরিবেশে মেলায় দর্শনার্থীরা এসে কেনাকাটা ও আনন্দ-উৎসবে অংশগ্রহন করতে আহবান জানিয়েছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ সেপ্টেম্বর ২০২৫