Home / জাতীয় / সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য ও শৃঙ্খলার প্রতীক: তারেক রহমান
সশস্ত্র

সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য ও শৃঙ্খলার প্রতীক: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে এক বাণীতে বলেছেন, সশস্ত্র বাহিনী জাতির সাহস, শৌর্য এবং শৃঙ্খলার প্রতীক।

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২০ নভেম্বর) এক বাণীতে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকা ইতিহাসের এক সোনালি অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করছেন, তাও প্রশংসনীয়। পাশাপাশি, বিশ্বশান্তি রক্ষায়ও তাদের অবদান অতুলনীয়।

তারেক রহমান সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত প্রার্থনা করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন, যারা দেশের জন্য গর্বের কারণ।

এছাড়া, তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কথা স্মরণ করেন, যিনি সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও গতিশীল বাহিনীতে পরিণত করার জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী আজ বিশ্বমানের বাহিনীতে পরিণত হয়েছে, যা যেকোনো আধুনিক বাহিনীর সমকক্ষ। বিএনপি সরকারের সময়েও এই বাহিনীর আধুনিকায়ন ও শক্তিশালীকরণের প্রক্রিয়া অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তা চলতে থাকবে।

এই দিনে, তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২১ নভেম্বর ২০২৪