চাঁদপুর

সশস্ত্র বাহিনী দিবস : কুমিল্লা সেনানিবাসে চাঁদপুরের বিশিষ্টজনদের অংশগ্রহণ

কুমিল্লা সেনানিবাসের সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে সোমবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ৩টায় কুমিল্লা সেনানিবাসে এম আর চৌধুরী প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুরের বিশিষ্টজনদের অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. রাশেদ আমিন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

এতে চাঁদপুরের আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অংশ নিয়েছেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড.শামছুল হক ভুঁইয়া, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা সংগঠক জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, সাংগঠনিক কমান্ডার মহসীন পাঠান, সহকারী কমান্ডার মৃনাল কান্তি সাহা, সদস্য আবুল হাশেম প্রমুখ।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৯:৫০ পিএম, ২১ নভেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Share