Home / চাঁদপুর / চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস
Weather Chandpur

চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস

চাঁদপুরে ঝেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ভোর থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বৃহস্পতিবার সকালে চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে আরও ৭২ ঘণ্টা কুয়াশা ও ঠাণ্ডা অব্যাহত থাকতে পারে।

চাঁদপুর আবহাওয়া অফিসের সুপারভাইজার সোয়েব জানান,চাঁদপুরে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি আকাশ রয়েছে ঘন কুয়াশাচ্ছন্ন। বৃষ্টির মতো গুঁড়িগুঁড়ি কুয়াশা পড়ছে।

বৃহস্পতিবার সকালে কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। বেলা সাড়ে ১১ টার পর সূর্যের দেখা মিলে।

বুধবার রাত থেকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। বৃহস্পতিবার ভোর থেকে আকাশ ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। কুয়াশা আরও ৭২ থাকতে পারে বলে জানান আবহাওয়া অফিস। চাঁদপুর নদীবন্দরের পরিদর্শক শাহ আলম জানান, চাঁদপুর থেকে নৌযান চলাচল স্বাভাবিক ছিল।

১৫ ডিসেম্বর ২০২২
এজি