রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি ‘অভিমান’-এর শ্যুটিং চলছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। জিৎ-সায়ন্তিকা-শুভশ্রী অভিনীত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু, অঙ্গনা বসু এবং ভাস্কর গঙ্গোপাধ্যায়।
কলাকুশলীরা যে অত্যন্ত মজা করছেন এই ছবির শ্যুটিংয়ে তা বলাই বাহুল্য। সবচেয়ে বেশি মজা করছেন ছবির দুই মিষ্টি নায়িকা সায়ন্তিকা এবং শুভশ্রী।
শুটিংয়ে তারা দুর্বল টার্গেট হিসেব বেছে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিককে।
এ কমেডিয়ানকে দেখে পর্দায় যতই হাসি আসুক না কেন বাস্তবে তিনি কিন্তু অত্যন্ত গম্ভীর এবং সিরিয়াস প্রকৃতির মানুষ। কিন্তু এই দুই নায়িকার সামনে কাঞ্চন মোটেই টিকিয়ে রাখতে পারেননি তার গাম্ভীর্য।
তারা শটের ফাঁকে ফাঁকেই কখনও তাকে জাপটে ধরছেন আবার কখনও তাকে নানা রকম কথা বলে অপ্রস্তুতে ফেলছেন। বিশ্বাস না হলে দেখুন নীচের এই ভিডিও। ভিডিওটি টুইটারে পাবলিশ করেছেন স্বয়ং পরিচালক রাজ চক্রবর্তী!
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:৩০ পিএম, ২৬ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur