সারাদেশ

সরাইলে ৬৯ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬৯ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ মো. সুমন মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার মধ্যরাতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সুমন জেলার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। শুক্রবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসান ও স্কোয়াড অফিসার সহকারী পরিচালক মো. মইনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবস্থান নেয়।

এসময় ঢাকামুখি একটি ট্রাককে র‌্যাবের আভিযানিক দলটি থামার সঙ্কেত দেয়। ট্রাকটি থামার সঙ্গে সঙ্গে চালক ও চালকের সঙ্গে থাকা দুইজন ট্রাক থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে ট্রাকে থাকা মো. সুমন মিয়াকে ৬৯ কেজি গাঁজাসহ আটক করে র্যাব। এসময় মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিকেও জব্দ করা হয়।

Share