ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্র ও ছুরিসহ উজ্জ্বল (২৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের গোনাউড়া কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল উপজেলার বড় গোনাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল গোনাউরা কবরস্থানের পাশে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছুরিসহ উজ্জলকে গ্রেফতার করে। তবে উজ্জলের বাকি তিন সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত উজ্জলের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮টি মামলা রয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur