Home / কৃষি ও গবাদি / সরল পথ : মিজানুর রহমান রানা
সরল পথ : মিজানুর রহমান রানা

সরল পথ : মিজানুর রহমান রানা

কবিতা | আপডেট: ০১:৫২ অপরাহ্ণ, ০১ আগস্ট ২০১৫, শনিবার

 

বুকে জমাট বাঁধা কষ্টের ক্ষরণ
হতবিহবল নেত্রে শুধু চেয়েই ছিলাম

তিনি কথা বলছিলেন, অথচ আমি নির্বিকার
তিনি একদম প্রাণবন্ত
ক্লান্তির লেশমাত্রও নেই তার চোখে-মুখে
উচ্ছল-উদ্দীপনা আর সুন্দর ভবিষ্যতের হাতছানি তার চোখে

আমি কাঁদছি,
গতকাল সারারাতই কেঁদেছি আর প্রার্থনা করেছি
ভোররাতে ফলল সেই প্রার্থনার ফল
আমাকে দেখানো হলো
কোথায় যেতে হবে, কীভাবে পেতে হবে।

বিধাতা মাঝে মাঝে মানুষকে এভাবেই দিয়ে থাকেন
যদিও তা ক্ষণিকের

একদিনের কিছু অংশই তো আমাদের পৃথিবীর বাস
তারপর রঙলীলা সাঙ্গ হয়

তিনি এর মধ্যেই পরীক্ষা করে নেন
কে অগ্রগামী আর কে পড়ে থাকবে নরকের মাঝে।

আমি আমার সরল পথ খুঁজে পেয়েছি
যে পথে অনাবিল শান্তি আর প্রশান্তি..।

মিজানুর রহমান রানা
১ আগস্ট, ২০১৫ খ্রিস্টাব্দ
দুপুর ০২:০৬

 চাঁদপুর টাইমস :এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি