চলতি বোরো মওসুমে রেকর্ড পরিমাণ ধান-চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। সংগ্রহের তালিকায় রয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মে.টন ধান (১০৭.৬৯%),১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মে.টন সিদ্ধ চাল (১০০.৪৬%) এবং ৫১ হাজার ৩০৭ মে.টন আতপ চাল (১০২.২১%) সংগৃহীত হয়েছে,যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
খাদ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি গত ১৫ আগস্ট শেষ হয়।
এবার সরকার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মে.টন ধান, ১৪ লাখ মে.টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মে.টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
৯ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী,চলতি বোরো মৌসুমে সাড়ে ৩ লাখ টন ধান,১৪ লাখ টন সিদ্ধ চাল ও ৩৫ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে সংগ্রহ মূল্য ধান প্রতি কেজি ৩৬ টাকা,চাল প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান,গত ১৪ এপ্রিল থেকে বোরো সংগ্রহ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই অতীতের সব রেকর্ড ভেঙে লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত সংগ্রহ করা হয়েছে ধান। এদিকে, বোরোতে আরও ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং ১৫ হাজার টন আতপ চাল অতিরিক্ত সংগ্রহের অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
২০ – ০৮ -২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur