প্রাথমিকের জন্য ৪ কোটি নতুন বই কিনবে সরকার
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪ শ ৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এসব বই মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে সরকারের ব্যয় হবে ২শ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪ শ ৮০ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্র মতে, ২০২৬ শিক্ষাবষের্র জন্য প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব উত্থাপন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
এ ৯৬টি লটে ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪ শ ৯১ কপি পাঠ্যপুস্তক রয়েছে। এ পাঠ্যপুস্তকগুলোর জন্য ব্যয় হবে ২শ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪ শ ৮০ টাকা।
১২ আগস্ট ২০২৫
এজি