কচুয়া

‘সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীরে সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি মহল মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে। কিন্তু আওয়ামী সরকার মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার মান সমমান করে দিয়েছে।’

শনিবার দুপুরে কচুয়া পৌরসভাধিন কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ড. মহীউদ্দীন খান আলমগীর একাডেমী ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। আগামী ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে সরকারের অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আওয়ামী সরকারকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

মাদ্রাসা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি মোঃ মাহাবুব আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন, সালাহ উদ্দিন ভূইয়া, রওনক আরা রত্না, পৌর আওয়ামী লীগের আহবায়ক আকতার হোসেন সোহেল ভূইয়া, উপজেলা যুবলীগের সধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি ইকবাল আজিজ শাহীন, ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসার সুপার ইয়াকুব আলী প্রমুখ।

এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর শনিবার কচুয়া-গৌরীপুর রাস্তার সাচার বাজার অংশে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ উদ্বোধন করেন।

সাচার বাজার সংলগ্ন রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিন সন্ধ্যায় কচুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় ড. মহীউদ্দীন খান আলমগীর প্রধান বর্ধিত সভায় যোগদান করেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ১০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Share