যেকোনো ঘটনাকে হাতিয়ার করে সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে তাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরে তার নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন। এসময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বর্তমানে একটা কঠিন সময় পার করছে সেই সঙ্গে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক বছর ধরেই ক্ষমতাকে পাকাপোক্ত করতে ও তাদের মূল লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে ও বিরোধী দলকে নির্মূল করার জন্যে নীলনকশা করেছে সরকার। আর এ নীলনকশার মধ্য দিয়ে তারা মিথ্যা মামলা দিয়ে গোটা দেশেই বিরোধীদলকে নির্মূল করার চেষ্টা করছে।’
বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ‘সরকার যেকোনো ঘটনাকে হাতিয়ার করে বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় একের পর এক অভিযান চালাচ্ছে। তারা বলছে জঙ্গিবাদ দমনের জন্য এই সাঁড়াশি অভিযান চলছে। কিন্তু সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে নিরীহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা অবসানের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সরকারবিরোধী রাজনৈতিক দলের প্রভাবশালী এই নেতা নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পেতে হলে এই অবৈধ সরকারে পতন ছাড়া কোনো উপায় নেই।’
নিউজ ডেস্ক ।। আপডেট ৬:০৭ পিএম,০১ জুলাই ২০১৬,শুক্রবার
এইউ