সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ডের সবাই ত্যাগী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অতীতের সকল আন্দোলন সংগ্রাম সক্রিয় ভূমিকা পালন করে এসেছে এ ওয়ার্ডের নেতাকর্মীরা। এই ওয়ার্ডের প্রত্যেকটা দল সুসংগঠিত ছিল, একটা সময় ছিল এই ওয়ার্ডের দাপটে আন্দোলনের সময় রিক্সা সাইকেল কোন কিছুই চলতে পারেনি, এই সরকারের পতনের জন্য আবার সেখানে আপনাদের ফিরে আসতে হবে। সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’

চাঁদপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিএনপি’ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ টায় প্রফেসর মাঝি বাড়ির বালুর মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিএনপির সভাপতি আরও বলেন, ‘আসুন আমরা সকলে সংগঠিত হয়ে এলাকাকে সুসংগঠিত করে আন্দোলন সফল করি। কেন্দ্র থেকে যখন আন্দোলনের ডাক দেওয়া হবে তখন সেখানে আপনাদের সকলের শক্ত ভূমিকা থাকতে হবে। আমরা যদি শক্ত অবস্থান না নেই তাহলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না এবং আমাদের নেতা তারেক রহমানকে দেশে আনা যাবে না। তাই আবারো বলছি আপনারা সবাই শপথ করুন আগামী তিন মাস আমাদের সকলের সাথে আন্দোলন সংগ্রামে পাশে থাকবেন। আমরাও আপনাদের পাশে থাকবো। সেই সাথে খালেদা জিয়াকে মুক্তি এবং তারেক রহমানকে ফিরিয়ে আনতে এ সরকারের পতন ঘটাতে হবে।’

কর্মী সভায় ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়ালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম উল্লাহ সেলিম, যুগ্ন সম্পাদক সেলিমুস সালাম, পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মহিলা দলের সভাপতি এডঃ মুনিরা চৌধুরী, কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, যুগ্ম আহ্বায়ক আরেফিন খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বন্দুকসি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৯ সেপ্টেম্বর ২০২৩

Share