Home / চাঁদপুর / সরকারের সকল উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শিক্ষামন্ত্রী
সরকারের

সরকারের সকল উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, ‘দেশের চলমান উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। আওয়ামী লীগ সরকার আমলে দেশের সমস্ত উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিততে হবে। মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বানাবেন।’

৪ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায়

টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগম মুন্নী। 

সাধারণ সম্পাদক ছিডু মিজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ছাত্তার সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আয়েশা আক্তার শ্যামলী, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলম ও ফাতিহা বারী, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর সোহেল রানা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ দুলাল গাজী ও সৈয়দ হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস, সদস্য অ্যাড: সাইফুদ্দিন বাবু ও দিলদার হোসেন লিটন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস, ছাত্রলীগের সভাপতি আল রাফি মাল ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মনির হোসেন, গীতা পাঠ করেন মধুসূদন দাস। এরপর ওয়ার্ড আওয়ামী লীগের মারা যাওয়া ৩ নেতার রূহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,০৪ জুলাই ২০২৩