চাঁদপুরে ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় সৌদিয়া সিটি মার্কেটের নিচ তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক এই কেন্দ্রের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে পুরোপুরি অনলাইন ভিত্তিক করা। এতে একদিকে যেমন সেবাগ্রহণকারীরা ঘরে বসে আবেদন করতে পারবেন, তেমনি দুর্নীতির সুযোগও কমে যাবে। তবে এর জন্য জনগণকেও সচেতন হতে হবে। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন অনলাইনে করতে হবে, তাহলেই সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, এই কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত যাবতীয় অনলাইন সেবা, মিউটেশন আবেদন, নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন কার্যক্রম সহজে সম্পন্ন করা যাবে। এতে সেবাগ্রহণকারীরা সরকারি অফিসে অযথা ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকরামুল ছিদ্দিক, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর অমৃত দেবনাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এইচ আর কম্পিউটার্স এন্ড সিসি ক্যামেরা প্রতিষ্ঠান ও ভূমি সেবা কেন্দ্র পরিচালক রিয়াজুল ইসলাম রাফি, মোঃ আব্দুল আজিজ, আব্দুল আল নাঈম ও মোঃ তুহিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের প্রক্রিয়া হবে দ্রুত, সাশ্রয়ী ও আধুনিক, যা চাঁদপুরবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ১২ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur