‘ক্ষমতায় গেলে সরকারের কোন টাকা অপচয় হতে দেবো না’

ঐতিহ্যবাহী বাণিজ্য-বন্দর চাঁদপুরের ব্যবসায়ীদের সমস্যা নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে এফবিসিসিআই-এর জেনারেল বডি মেম্বার ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে ৫৫ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, তাহলে চাঁদপুরের উন্নয়নে আমরাবএকসাথে কাজ করব।

তিনি আরো বলেন, আমি জয়লাভ করলে আমি চেষ্টা করব আগামী ৩ বছরের মধ্যে মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পন করার। আমরা ক্ষমতায় গেলে সরকারের কোন টাকা অপচয় হতে দেবো না। চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফারুক আহমেদ মৃধা।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন হাসপাতাল ও ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহীন, বাবুরহাট বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান, ঔষধ ব্যবসায়িক মালিক সমিতির সহ-সভাপতি মনির হোসেন গাজী, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর হকার্স সমিতির সভাপতি মো. মোহসীন মিয়া, চাঁদপুর মীর শিপিং ব্যবসায়ি সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা জুয়েলারী সমিতির সভাপতি মোস্তফা ফুল মিয়া, চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিমন, চাঁদপুর রড-সিমেন্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে আব্দুল আজিজ মিয়াজী, চাঁদপুর ডেভেলপার সমিতির সভাপতি আব্দুল আল মামুন, চাঁদপুর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জগলু, চাঁদপুর মৎস্য বনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, চাঁদপুর বরফকল মালিক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন শাকিল, চাঁদপুর জেলা পুস্তক সমিতির সভাপতি এস এম মোর্শেদ, বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিএম হারুনর রশীদ, চাঁদপুর আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, মিজানুর রহমান চৌধুরীর পর শহরের বুকে একমাত্র কৃতি সন্তান শেখ ফরিদ আহমেদ মানিক। শেখ ফরিদ আহমেদ মানিক এক ও অদ্বিতীয়। তারই প্রমান হচ্ছে আজকে চাঁদপুরের ৫৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা। যা চাঁদপুরে এই প্রথম এত বড় পরিসরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে। দল ছাড়াও শেখ ফরিদ আহমেদ মানিক একজন ব্যবসায়ী, তিনি আমাদের প্রার্থী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর হকার্স মার্কেট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন পুরান বাজার ব্যবসায়ী নেপাল চন্দ্র সাহা।

স্টাফ করেসপন্ডেট/
৮ ডিসেম্বর ২০২৫