আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শনিবার বিকেলে ১৫নং ওয়ার্ডস্থ ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ধিত সভায় ভার্চুয়ালিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
মন্ত্রী ছাত্রলীগের উদ্দেশ্য তিনি বলেন, আমরা চাই ছাত্রলীগ আরো সু-সংগঠিত হবে। তারা তাদের সু-শৃঙ্খল কাজের মাধ্যমে আরো এগিয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের ঘরে ঘরে পৌছে দিবে। যাতে সরকারের উন্নয়নের কথা চিন্তা করে আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে পারি।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে আমরা যার, যার জায়গা থেকে কাজ করে যাবো। দেশের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে। সরকারের উন্নয়ন মূলক কর্মযজ্ঞের কথা মানুষকে জানাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্না, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশেকে রাসুল জাওয়াদ, বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপু কুমার বিশ্বাম, সাবেক সহ-সভাপতি তানজির রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল আখন্দ, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক,পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি, সদস্য শাহআলম বেপারী।
১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়েত খান শুভর পরিচালনায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিন্টু মোল্লা, ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল রাফি, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন,১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক রুশদী আলম আখন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, সদস্য সুমন মিজি, পৌর ছাত্রলীগ নেতা আকাশ বেপারীসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় ১৫নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৭ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur